সিলেটের প্রথম মুসলমান, ইসলাম প্রচারক গাজী বুরহান উদ্দিন (রহ.) স্মৃতিধন্য জামেয়া ইসলামিয়া গাজী বুরহান উদ্দিন মাদরাসার শিক্ষা ভবনের প্রথম তলার উত্তর সেকশনের ঢালাইকাজ মঙ্গলবার থেকে শুরু করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় এই ঢালাইকাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র জানান, ইসলাম প্রচারক ও মহান সাধক গাজী বুরহান উদ্দিন (রহ.) এর নামে প্রতিষ্ঠিত এই মাদরাসার উন্নয়ন কাজের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়ে মেয়র বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশনের সহযোগিতা মাদ্রাসার জন্য যথেষ্ট হবে না। সুতরাং এই মাদরাসার উন্নয়নের জন্য সিলেটের বিত্তশালী, প্রবাসী বাংলাদেশীসহ সকলকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।
মাদারাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মালিক জানান, প্রবাসীদের অর্থায়ন এবং সকলের সহযোগিতা নিয়ে মাদারাসার শিক্ষা ভবনের কাজ চলছে। পঞ্চম তলা বিশিষ্ট এই ভবনের প্রথম তলার নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী এক মাসের মধ্যেই প্রথম তলার কাজ শেষ করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢালাইকাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন। এসময় উপসি’ত ছিলেন ১৫ নয় ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন বাকের, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, মাদরাসা কমিটির আব্দুস শুকুর, নুরুল ইসলাম, মাজার কমিটির মোতওয়াল্লী আতাউর রহমান, মাদরাসার শিক্ষক জহুর উদ্দিন, এইচ এম রুহেল তাপাদার, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, মাওলানা ওবায়দুল্লাহ, মখলিছুর রহমান, মুরাদ আহমদ, আজির উদ্দিন, শরীফ আহমদ, কয়েছ আহমদ সাগর, পিয়ার উদ্দিন পিয়ার, মঈনুল হক স্বাধীন, শফিকুর রহমানসহ আরও অনেকে।
গাজী বুরহান উদ্দিন মাদ্রাসার মাদ্রাসার উন্নয়নে প্রবাসীসহ বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানালেন মেয়র
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment