মালিবাগে পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত

Saturday, December 28, 2013

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় পুলিশের গুলিতে মনসুর (২২) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। বোরবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। নিহত মনসুর উত্তরার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।


জানা গেছে, পৌনে ১২টার দিকে গণতন্ত্রের অভিযাত্রার সমর্থনে ছাত্রশিবির একটি মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে শিবিরের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় মনসুর গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License