আমাদের সিলেট ডটকম: জালালাবাদ লেখক ফোরাম আয়োজিত শেকড় সন্ধানী লেখক গবেষক সৈয়দ মোস্তফা কামাল স্মরণে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সৈয়দ মোস্তফা কামাল ছিলেন, আমাদের জাতি সত্তার অহংকার। মুসলিম জাতি সত্তাকে শেকড়ের সন্ধানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেগেছেন। তার লেখা-গবেষণা সমাজকে আলোর সন্ধান দিয়েগেছে। সিলেটের ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানে তার কর্মপ্রচেষ্টা যুগে যুগে স্মরিত হবে। নবীন লেখক লেখিকাদের প্রতি তাঁর বিশেষ মমতা ছিলো। সৈয়দ থেকে কামাল পর্যন্ত যেমন ছিলো তার নাম তেমনি সকল গুণাগুনের ক্ষেত্রে তিনি ছিলেন এক পরিপূর্ণ মহান ব্যক্তিত্ব।
ফোরামের সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার বাদ আছর দরগাহ গেইটস্থ কেমুসাস এর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব, জালালাবাদ লেখক ফোরামের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি মুসা আল হাফিজ, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক শফী আহমদ, সুর্যসকাল সম্পাদক কবির আহমদ খান, মাওলানা ইমদাদুল হক প্রমুখ। লেখক ফোরামের সহসাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কায়সান মাহমুদ, মাহমুদুল হাসান, মামুন হোসন বিলাল, যুবায়ের আহমদ, শামিম আহমদ, জাবেদ আহমদ, লুৎফুর রহমান, শাহেদ আহমদ, কামরুজ্জামান, আবির উদ্দীন, কুতুবুদ্দিন আহমদ, নোমান আহমদ, আব্দুশ শাকুর প্রমুখ।
সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনাকওে মোনাজাত করেন, হাফিজ মাওলানা মুসা আল হাফিজ।
জালালাবাদ লেখক ফোরামের শোক সভা : ‘সৈয়দ মোস্তফা কামাল ছিলেন আমাদের জাতি সত্তার অহংকার’
Thursday, December 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment