পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পাকিস্তানি পণ্য বর্জনের আহবান ঐক্য ন্যাপের
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর ঐক্য ন্যাপ পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকারের প্রতি এবং পাকিস্তানি পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে।
সোমবার ২৩ ডিসেম্বর দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা শাখার সভাপতি কলন্দর আলী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা আহবায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল, ঐক্য ন্যাপের জেলা সহ সভাপতি সুকেশ চন্দ্র দেব, সহ সভাপতি ইয়াওর বক্ত চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন, মহানগর আহবায়ক জামিল আহমদ, সদস্য সচিব কুমার গণেশ পাল, বাসদ জেলা শাখার সদস্য প্রণবজ্যোতি পাল, হিন্দু মহাজোটের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, হিন্দু মহাছাত্রজোটের সাংগঠনিক সম্পাদক নিপা চক্রবর্তী প্রমুখ।
বক্তারা পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর পুলিশের অশালীন আচরণের জন্য দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
তারা বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
No comments:
Post a Comment