যুক্তরাজ্যের ইস্ট সাসেকস মুসলিম এসোসিয়েশনের প্রতিবাদ সভা

Wednesday, December 25, 2013

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিসি’তির চরম অচলাবস্থা ও গণ গ্রেফতারের প্রতিবাদে ইষ্ট সাসেকস মুসলিম এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ ডিসেম্বর ইস্ট সাসেকস মুসলিম এসোসিয়েশন এর উদ্দ্যোগে হেস্টিংস এর সিনামন রেষ্টুরেন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের আহব্বায়ক আকমল আলীর সভাপতিত্বে ও সাসেকস বিএনপির সেত্রেুটারী এমএ মুকিত এর পরিচালনায় পবিত্র কোরান তালাওয়াত করেন হাফেজ মাওলানা কামাল উদ্দিন। সমাবেশে অতিথি হিসাবে উপসি’ত ছিলেন বিশিষ্ট টিভি উপস’াপক মোহাম্মদ আনসার মোস-াকিম, সাসেকস বিএনপির সভাপতি নুরুল আমিন, সাবেক মেয়র কাউন্সিলার হারুন মিয়া, কাউন্সিলার আলী হায়দার, গোলাম রাব্বানী সোহেল আরো বক্তব্য রাখেন:- ফজলুল হক চৌধুরী, সালেহ আহম্মদ চেধৈুরী আলফু, আবু আহম্মদ, নাজমুল হক ফয়ছল, মোস্তফা মিয়া, জিতু মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ১০ম জাতীয় সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপক্ষ তত্তাবদায়ক সরকার গঠন কওে সকল দলের অংশ গ্রহনের ভিত্তিতে একটি নির্বাচন করার দাবী জানানো হয়। বর্তমান জালিম সরকারের পদত্যাগের দাবীতে যে গনআন্দেলন চলছে সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করা হয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পদত্যাগের বাধ্য করার জন্য যা যা করার প্রয়জন তাই করা হবে বলে বক্তারা বলেন। সবশেষে মাওলানা এফকেএম শাহজাহানের বিশেষ দোয়ার মাধ্যমে সভাপতি আকমল আলী সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License