মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষক ॥ জাপা প্রার্থী মামার দান নিয়ে নির্বাচনে

Saturday, December 28, 2013

মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষক ॥ জাপা প্রার্থী মামার দান নিয়ে নির্বাচনে


বড়লেখা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ শাহাব উদ্দিন আগে ব্যবসা করতেন। এখন তার পেশা কৃষি। প্রবাসী ভাইদের টাকায় তিনি জমি ও গাড়ি কিনেছেন।

অন্যদিকে একই আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী কাতার প্রবাসী আহমেদ রিয়াজ উদ্দিন মূলতঃ প্রবাসী বন্ধু ও মামার টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন।

রিটার্নিং অফিসারের কাছে দেয়া হলফনামা ও নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে তারা এমন তথ্য দিয়েছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, কৃষিতে শাহাব উদ্দিন বেশ সাফল্য দেখিয়েছেন। তার জমি রয়েছে সাড়ে ১২ শতক। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দেয়া তার হলফনামা অনুযায়ী, তখন কৃষিখাত থেকে তার বছরে আয় হতো ১৮ হাজার টাকা। এবার তা বেড়ে ৩৬ হাজার টাকা হয়েছে।


এছাড়া সাংসদ হিসেবে বেতন-ভাতা থেকে বছরে ৩ লাখ ৬৬ হাজার টাকা ও জাতীয় সংসদ থেকে পাওয়া ভাতা থেকে তার আয় ১২ লাখ ১৯ হাজার ৯৯৬ টাকা। নিজের কোন বাড়ি নেই শাহাব উদ্দিনের। বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকায় পৈর্তৃক বাড়িতে থাকেন তিনি। ঢাকার উত্তরায় প্রবাসী ভাইদের টাকায় তিনি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের ৫ কাঠা জমি কিনেছেন। এছাড়া প্রায় ৪৮ লাখ টাকায় একটি জিপ কিনেছেন তিনি। এ সময় ভাইয়েরা তাকে প্রায় ২৮ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন।

২০০৮ সালে ব্যাংকে তার ৪ লাখ ৮৫ হাজার ৬৫৩ টাকা জমা থাকলেও এখন তা কমে ১ লাখ ৮৮ হাজার ৬৮৪ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকে জমা ওই টাকাও প্রবাসী ভাইদের কাছ থেকে তিনি পেয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। গত নির্বাচনের সময় শাহাব উদ্দিনের কোন গাড়ি ছিল না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License