সংসদ নির্বাচন উপলক্ষে বড়লেখায় জনপ্রতিনিধি ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময়

Friday, December 27, 2013

সংসদ নির্বাচন উপলক্ষে বড়লেখায় জনপ্রতিনিধি ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময়


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সেলের জনপ্রতিনিধি ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় পিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তেফাজুল হকের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন। এছাড়াও মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।

এছাড়া সকাল থেকে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এসময় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য-সদস্যা ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার বড়লেখায় ৫৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২২৬টি বুথে ভোট দেবেন ভোটাররা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ১৩০ জন সেনা সদস্য ও ৬০ জনের ভিজিলেন্স টিমসহ, র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দেবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License