সিলেটে নেতৃবৃন্দের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়ের ও পুলিশি নির্যাতনে ১৮ দলের নিন্দা
সিলেট জেলা ও মহানগর ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়ের ও পুলিশি নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
এক যুক্ত বিবৃতিতে জেলা ও মহানগর ১৮ দল নেতৃবৃন্দ এ অভিযোগ করে এভাবে পুলিশের মামলা দায়ের ও নির্যাতনের তীব্র নিন্দা করেছেন।
বিবৃতিতে সিলেট মহানগর ছাত্র শিবিরের প্রচার সম্পাদক সোহেল আহমদকে পুলিশের নির্যাতন এবং বিএনপির মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও সদর দক্ষিণ সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফখরুল ইসলামসহ ১৮ দলের নেতৃবৃন্দ ও ছাত্রদল-ছাত্র শিবির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করা হয়।
তারা পুলিশ কর্তৃক বাসাবাড়িতে তল্লাশির নামে হয়রানি বন্ধ এবং মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের জোর দাবি জানান।
১৮ দলীয় জোটের মহানগর আহ্বায়ক এম. এ হক ও সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুন এবং জেলা আহ্বায়ক দিলদার হোসেন সেলিম ও সদস্য সচিব মতিউর রহমান এই বিবৃতি দিয়েছেন।
No comments:
Post a Comment