কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তান পার্লামেন্টে শোকপ্রস্তাবের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
এস এস মিঠু, জয়পুরহাট : যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তান পার্লামেন্টে শোকপ্রস্তাব গ্রহণের নিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার ২৩ ডিসেম্বর শহরের জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের চত্বরের প্রধান সড়কে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুল আলম দুদু, সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, সাংস্কৃতিক সংগঠক রাজা চৌধুরী, আমিনুল হক বাবুল প্রমুখ।
অপরদিকে কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান পার্লামেন্টে শোকপ্রস্তাব গ্রহণ ও বিরোধীদলের হরতাল-অবরোধের প্রতিবাদে দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুল আলম দুদুর নেতৃত্বে শহরে একটি অবরোধ বিরোধী মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
No comments:
Post a Comment