বাংলাদেশ বিমানের মেন্যুতে পরিবর্তন আসছে ॥ চালু হচ্ছে ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক ফ্লাইট
মতিয়ার চৌধুরী, লন্ডন : আগামী জানুয়ারি থেকে বাংলাদেশ বিমানের খাদ্য তালিকায় (মেনু) পরিবর্তন আসছে। এছাড়া ২০১৪ সালের জুলাই থেকে ঢাকা-বার্মিংহ্যাম-নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে।
শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে আয়োজিত মেগা ইভেন্টে বিমানের ইউকে এন্ড আয়ারল্যান্ডের কান্টি ম্যানেজার আতিক রহমান চিশতি এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সকে নতুন আঙ্গিকে সাজাতে কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো, আন্তর্জাতিক সেলিব্রেটি শেফ টমি মিয়ার রেসিপি যোগ হচ্ছে জাতীয় এ প্রতিষ্ঠানের খাদ্য তালিকায়। বিমান লয়্যালটি ক্লাব শিরোনামের আয়োজনে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জে স্টিভ ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস। নতুন খাদ্য তালিকা উপস্থাপন করেন টমি মিয়া। এতে থাকছে হারাবারা কাবাব, চিংড়ির বড়া, ভুনা চিকেন, চিলি কাবাব, বিফ চপ, সাতকরা গোস্ত, কক্সবাজার ফিস কারি, চিকেন হায়দরাবাদী, শাকআলু, ট্রাকা ডাল, বাসমতি পোলাও, নান, গাজরের হালুয়া ও রসমালাই।
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাঁচশতাধিক অতিথি উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন আবুল মহসিন চৌধুরী। পরে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী সাবিনা ইয়াসমিন ও ব্রিটেনের বাঙালি শিল্পীরা। যাদু পরিবেশন করেন আমিন মিয়া।
No comments:
Post a Comment