শীর্ষ নিউজ, ঢাকা: প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশে দফায় দফায় হামলা চালিয়েছে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে পুলিশ দর্শকের ভূমিকা পালন পালন করছে।
রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু এভিনিউ থেকে মহানগর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে লংমার্চ বিরোধী একটি লাঠি মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে হঠাৎ সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ সময় প্রেসক্লাব অভ্যন্তরে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং বিরোধী দলের কর্মসূচির সমর্থনে সাংবাদিকদের সমাবেশ চলছিল। আওয়ামী লীগের কর্মীরা সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও দেয়াল টপকে ভিতরে ঢুকে মাইক ভাঙচুর করে। বেলা পৌনে ১টায় রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে আওয়ামী ক্যাডাররা ইটপাটকেল ছুড়ে কয়েক দফা হামলা চালায়।
No comments:
Post a Comment