আমাদের সিলেট ডটকম:
তথ্য প্রযুক্তি অর্থনীতি ও শিক্ষাসহ সামগ্রিক ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশ এখন তলাবিহীন ঝুড়ি কিংবা মিসকিনদের দেশ নয়। বিশ্বের প্রভাবশালী দেশের কাতারে এখন বাংলাদেশের অবস’ান। আগামী ১০ বছরের মধ্যে দেশের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে।
শুক্রবার জকিগঞ্জ ওয়েলফেরার এসোসিয়েশ ইউকের উদ্যোগে ৩০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৩০টি রিক্সা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের সংগঠনের সভাপতি মসিউর রহমান শাহীনের সভাপতিত্বে সংগঠক এমএজি বাবর, সেলিম আহমদ ও মাওলানা সেলিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়্যারম্যান জালালাবাদ গ্যাসের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোস্তাক আহমদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস-াকিম হায়দর, মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, পৌর মেয়র আনোয়ার হোসেন, সাবেক মেয়র ইকবাল আহমদ, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী(ফারুক) ফুলতলী, মাও. আব্দুল মুছাব্বির, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কমর উদ্দিন চৌধুরী পাপলু, প্রবাসী ফজলুর রহমান, জকিগঞ্জ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুুর রশিদ বাহাদুর, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, হেলাল আহমদ চৌধুরী, বুরহান উদ্দিন আহমদ, প্রেসক্লাব সভাপতি এমএ মালেক চৌধুরী, সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, লেখক পরিষদের সহ-সভাপতি ফদ্বলুর রহমান, হাফিজ ছমরুল ইসলাম প্রমূখ।
লন্ডন প্রবাসী জকিগঞ্জবাসীর মহতী উদ্যোগকে প্রশংসা করে বক্তারা বলেন, গত এক দশকে এ সংগঠন জকিগঞ্জের দারিদ্র বিমোচন, শিক্ষা সমপ্রসারণ, চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণসহ নানা সামাজিক কাজে বলিষ্ঠ ভূমিকা রাখছে। জকিগঞ্জের উন্নয়নে প্রবাসীরা তাদের প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দশ বছর পরে দেশের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে -হাফিজ মজুমদার এমপি
Friday, December 27, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment