সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠকদের হুমকি দিয়ে চিঠি : তোমরা মৃত্যুর জন্য তৈরি থাকো
নিজস্ব প্রতিবেদক : সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠকদের হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেয়া হয়েছে। ডাক মারফত সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবুর অফিসে এবং অন্যতম সংগঠক বিভাস শ্যাম যাদনের ব্যবসা প্রতিষ্ঠানে চিঠি আসে সোমবার ২৩ ডিসেম্বর। নাম-ঠিকানাহীন প্রেরক এই চিঠিতে হত্যার হুমকি দেয়।
চিঠিতে যাদের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেয়া হয়েছে তারা হলেন, সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক দেবাশীষ দেবু, সংস্কৃতিকর্মী বিভাস শ্যাম যাদন, গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সমন্বয়ক কবির য়াহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সম্পাদক আব্দুল করিম কিম, সংস্কৃতিকর্মী নজমুল আলবাব, হাসান মোরশেদ, রাজিব রাসেল, একুশ তাপাদার, বিনয় ভদ্র, নাজিম, অসিম দাস, শুভ, পাপলু বাঙ্গালী ও আবদুল বাতিন। তারা সবাই শুরু থেকেই গণজাগরণ মঞ্চের সাথে যুক্ত রয়েছেন।
চিঠিতে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলা কাদের মোল্লকে 'ঈমানদার ও সাচ্চা মুসলমান' আখ্যায়িত করে বলা হয়েছে, 'সিলেটে গণজাগরণ মঞ্চ তার মৃত্যুতে যে রকম তামাশা করেছে, তা শুধু নাস্তিক মুর্তাদদের পক্ষেই সম্ভব এবং সেটাই তোমরা প্রমাণ করেছ। এখন তোমরা মৃত্যুর জন্য তৈরী থাক। তোমাদের জন্য প্রস্তুত হচ্ছে কাফেলা।'
এদিকে হত্যার হুমকি সম্বলিত উড়ো চিঠির ব্যাপারে মঙ্গলবার দুপুরে বিভাস শ্যাম যাদন সিলেট কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
No comments:
Post a Comment