এক পশলা বৃষ্টির পর প্রচণ্ড শীত পড়েছে চুনারুঘাটে ॥ জনজীবনে বিরাজ করছে স্থরিবতা
চুনারুঘাট প্রতিনিধি : পরপর দুদিন এক পশলা করে বৃষ্টির পর হবিগঞ্জের চুনারুঘাটে প্রচণ্ড শীত পড়েছে। উত্তরের কনকনে হাওয়ায় কাবু এই জনপদ। উপজেলার সর্বত্র জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে চা শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্টে আছে।
চা বাগান ও পাহাড় সমৃদ্ধ চুনারুঘাট উপজেলা। এখানে শীতের প্রকোপ এবার বেশি। কনকনে ঠান্ডার কারণে মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
আবহাওয়া বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহের শুরতে উপজেলায় তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রির নিচে। ফলে চরম দুর্ভোগ নেমে আসে জনজীবনে। অনেকে ঘরবন্দি হয়ে পড়ে। হাটাবাজারে দোকানপাট ছিল বন্ধ। যান চলাচলও তেমন ছিল না। দিনের অর্ধেকের বেশি সময় ধরে সূর্যের দেখা মেলেনি।
উপজেলার সাতছড়ি চা বাগান ও টিপরা পল্লীতে গিয়ে দেখা যায়, সুনসান নিরবতা বিরাজ করছে সেখানে। নারী-শিশুরা শীতের কারণে ঘর থেকেই বের হচ্ছে না। চা বাগানে অনেকে চটের ছালা গা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
এখন পর্যন্ত শীতার্তদের জন্যে সরকারি কোন সহযোগিতা আসেনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম জানিয়েছেন।
No comments:
Post a Comment