শীর্ষ নিউজ ডটকম, ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কি অঘোষিতভাবে অবরুদ্ধ করা হয়েছে? দলীয় নেতা-কর্মী এবং পর্যবেক্ষকদের মাঝে এ গুঞ্জন ক্রমে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বুধবার কাউকে বিরোধীদলীয় নেতার বাসায় প্রবেশ করতে না দেওয়ায় গুঞ্জন আরো জোরোলো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ২ নম্বর গুলশানের ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একইভাবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনেও পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
বুধবার বেলা বাড়ার সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। রাস্তার উভয় পার্শ্বে ব্যারিকেড দিয়ে যান ও জন চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। মিডিয়া কর্মী ছাড়া অন্য কাউকে ওই রোড দিয়ে যাতায়াত করতে দেয়া হচ্ছে না।
বেলা ১টার দিকে চেয়ারপারসনের সাথে দেখা করতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বাসার অভ্যন্তরে যেতে দেননি।
এছাড়া সোয়া ১টার দিকে বাসার সামনে তেকে তিতুমীর কলেজ ছাত্রদল নেতা অভিসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নূরে আলম শীর্ষ নিউজকে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ করার অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, অন্য কিছু নয়। বিরোধী দলীয় নেতার নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাহলে বাসায় যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে কেন, জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেন, কাউকে বাধা দেওয়া হচ্ছে না। তবে কেউ যেতে চাইলে অনুমতির প্রয়োজন রয়েছে।
No comments:
Post a Comment