আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নির্বাচনী এলাকায় সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি গঠন গঠন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.ইদ্রিস আলী মুঠোফোনে জানান, শনিবার সকাল ১১টায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক বিশেষ সভায় শ্রীমঙ্গল উপজেলার সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) -কে আহবায়ক ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.ইদ্রিস আলী কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সকল যুগ্মআহবায়ক বৃন্দ ,জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিশের উপজেলা নেতৃবৃন্দ সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের অনর্-ভূক্ত করা হয়েছে।
অন্যদিকে অপর এক সভায় শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক সরফরাজ আলী বাবুলকে শহর কমিটির আহবায়ক ও মোছাব্বির আলী মুন্নাকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল শহর সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি গঠন গঠন করা হয়েছে। এতে পৌর বিএনপির সকল যুগ্মআহবায়ক বৃন্দ ,জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিশের পৌর নেতৃবৃন্দ সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের অনর্-ভূক্ত করা হয়।
এদিকে কমলগঞ্জ উপজেলায় এক বিশেষ সভায় সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি গঠন করা হয়।
সভায় সৈয়দ সালেহ আহমেদকে আহবায়ক ও মো.দুরুদ মাষ্টারকে সদস্য সচিব করে বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ চৌধুরীকে সম্মাণিত সদস্য করে ১০১ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটির অন্য যুগ্ম আহবায়কগন হলেন-শফিকুর রহমান চৌধুরী ,ইকবাল পারভেজ শাহীন,সিরাজুল ইসলাম,আবুল হোসেন,সৈয়দ খালেদ আহমেদ,অধ্যাপক ফজলুর রহমান জুয়েল,শোয়েব আহমেদ,এড. তফাজ্জল হোসেন চৌধুরী, হার্বন অর রশিদ, সরওয়ার শোকরানা নান্না, গোলাম মোস্তফা সাফু, গোলাম রব্বানী তৈমুর।
উলেৱখ্য, গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারির একতরফা নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে জেলা,উপজেলা ও শহর এলাকায় সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি গঠন ও ২৯ ডিসেম্বর সারাদেশ থেকে লাল সবুজের পতাকা হাতে জনগণকে ঢাকায় সমবেত হওয়ার কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
শ্রীমঙ্গলে ও কমলগঞ্জে “সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি ”গঠন
Saturday, December 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment