বিএনপিসহ বিরোধী দলের নেতা কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রশিদ খোকন, ছাত্রদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী, দৰিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা নজমুল ইসলামসহ রাজবন্দি নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দিন এবং দৰিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুর্বল ইসলাম তাজুল, দৰিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা এম এ মান্নান, রাসেল আহমদ, ছায়েদ আহমদ সুজন, জনি মির্জা, সাহেল আহমদসহ নেতা কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে আইন শৃঙ্খলাবাহিনীকে অবৈধ সরকারের অপকর্ম সমর্থন না করার জন্য এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর প্রতিহিংসার বসে গুলিবর্ষণ ও গ্রেফতার না করতে আহবান জানিয়েছেন।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment