রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথে ব্রিটেনের সোয়ানসিতে বিজয় দিবস উদযাপন
ফেরদৌস রহমান, সোয়ানসি, ব্রিটেন : রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে ব্রিটেনের ওয়েলসের সোয়ানসির মরিসটনের হ্যারিয়ানার যুক্তরাজ্য আওয়ামী লীগ সোয়ানসী শাখার উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ২৪ ডিসেম্বর সোয়ানসি আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রকিব মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার মনসুর আহমদ মকিস। বিশেষ অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি মো. হারুন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ ওয়েলসের সভাপতি মো. ছালিক মিয়া ও সহ সভাপতি আব্দুল মতিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোয়ানসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আবু সালেহ সুয়েব, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সোয়াসনির কনভেনার হাবিবুর রহমান মকবুল, যুবলীগের সভাপতি শামীম আহমদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মনা, সহ সভাপতি মনহর আলী, মুজিবুর রহমান মুজিব, ফয়জুল বারি, যুবনেতা সৈয়দ মুজিবুর রহমান, ইউকে জাসদের অন্যতম নেতা আহমদ পারভেজ, মুক্তার আলী, আনোয়ার হোসেন, আব্দুল খালিক, দুলা মিয়া, মুজাহিদ আলী, সুমন আহমদ, এম. এ রউফ, গোলাম আবু শহীদ ও আহমেদ সামি প্রমুখ।
সমাবেশের শুরুতে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতাসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও সাজা কার্যকর করার মাধ্যমে জাতিকে পুরোপুরি কলংকমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
No comments:
Post a Comment