মিফতা তালুকদার: প্রথম আম্বার বিজয় দিবস টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় মুখোমুখি হচ্ছে প্রাইম ব্যাংক-সিসি বনাম আবাহনি লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ইউসিবি-বিসিবি একাদশ। একদিন বিরতি দিয়ে বুধবার আবারো মাঠে নামছেন সাকিব তামিম মুশফিকরা। প্রথম দুইদিন টানা ম্যাচ খেলে ক্রিকেটারদের মাঝে কিছুটা ক্লান্তির চাপ পড়ে গিয়েছিল।তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকেই সেই চিন্তা মাথায় রেখে সিডিউল ঠিক করে।
মঙ্গলবার কোন খেলা না থাকায় ক্রিকেটাররা ছিলেন অনেকটা রিলাক্স মুডে। কেউ কেউ আবার নিজের মতো করে পরিবারকে সঙ্গে নিয়ে সেরে নিয়েছেন টুকটাক কেনাকাটাও। আবার অনেকে হোটেল রুমে শুয়ে বসে কাটিয়েছেন অলস সময়।
বুধবার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় দুপুর সাড়ে বারোটায় মুখোমুখি হবে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড এবং সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক-সিসি।সাবেক অধিনায়ক ও বর্তমান অধিনায়কের লড়াই এর মধ্য দিয়ে শুরু হবে দিনের। এরপর বিকাল পাঁচ টায় দিনের অপর খেলায় মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তামিম ইকবালের ইউসিবি-বিসিবির একাদশ।
এদিকে টুর্নামেন্টে অংশ নেওয়া চার দলই প্রত্যেকে একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়ে টেবিলে একই কাতারে অবস্থান করছে। কিন্তু, নীট রান রেটে এগিয়ে আছে আবাহনী। আর রান রেটের দিক দিয়ে তলানীতে আছে মোহামেডান।
এদিকে, বৃহস্পতিবারের খেলার মাধ্যমে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আম্বার বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুনামণ্টের প্রথম পর্বের খেলার সমাপ্তি ঘটতে যাচ্ছে।
বৃহস্পতিবারের প্রথম খেলায় অংশগ্রহণ করবে তামিম ইকবালের ইউসিবি-বিসিবির বনাম মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড। দিনের অপর খেলায় মাশরাফি বিন মর্তুজার মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক-সিসি।
টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একদিন বিরতির পর আজ আবারো মাঠে নামছেন সাকিবরা
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment