বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’কে বলেন, যে কোনো মূল্যে দেশনেত্রী নয়াপল্টনে ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে অংশ নিবেন। তিনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো মুহূর্তে রওনা দিবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী জোটের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নিয়েছে। নয়াপল্টনের আশেপাশেই রয়েছেন। নেত্রী আসার মাত্র নয়াপল্টনে অভিমুখে জনস্রোত নামবে।’
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বের হওয়া মাত্র রাজধানীতে অবস্থানরত নেতাকর্মীরা বিভিন্ন এলাকা দিয়ে নয়াপল্টনে আসবে।
এদিকে,যে কোনো মুহূর্তে নয়াপল্টনের উদ্দেশে খালেদা জিয়া রওনা হতে পারেন এমন খবরে তার বাড়ির সামনে আরো নিরাপত্তা বাহিনীর সদস্য আনা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান।
‘খালেদা প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো মুহূর্তে রওনা দিবেন’
Saturday, December 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment