মিফতা তালুকদার, হোটেল রোজ ভিউ (সিলেট) থেকে:
আম্বার বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের অন্যতম সহযোগী পৃষ্ঠপোষক সিলেট রোজভিউ হোটেল। টুর্নামেন্টে অংশ নিতে আসা দেশের নামীদামী খেলোয়াড়রা অবস্থান করছেন এই হোটেলে। তাই স্বভাবতই সাংবাদিকদের চোখে এই হোটেলের দিকেই গতকাল মঙ্গলবার বিকালে সাংবাদিকদের অনুরোধ রক্ষার জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে আসেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাংবাদিকদের সাথে আলাপকালে সাকিব সিলেটের পর্যটন, দর্শকদের ভালোবাসা এবং সিলেট বিভাগীয় স্টেডিয়াম নিয়ে আলোচনা করেন।
সাকিব আল হাসান বলেন, যেহেতু সিলেটে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই সিলেট বিভাগীয় ক্রি কেট স্টেডিয়াম সিলেটের পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক স্টেডিয়াম প্রয়োজন। তাই দেশের ক্রিকেটের উন্নয়নে সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিশেষ অবদান রাখবে। আউট ফিল্ড সম্পর্কে সাকিব বলেন, আউট ফিল্ডের আরোও অনেক কাজ বাকি রয়েছে। তবে পিচ সম্পর্কে প্রশংসা করতে তিনি কার্পণ্য করেন নি। দর্শকদের উপস্থিতি সম্পর্কে সাকিব বলেন এটা একটি অত্যন্ত পজেটিভ দিক। খালি মাঠে খেলা আর দর্শক-পূর্ণ গ্যালারিতে খেলার ফিলিংসই আলাদা। তাই সিলেট স্টেডিয়ামের দর্শক উপস্থিতি তাদের অনেক উৎসাহ যোগাচ্ছে।এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সাকিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ক্রিকেট সিলেটের পর্যটনকে নিয়ে যাবে অনেক দূর – সাংবাদিকদের সাথে আলাপ কালে সাকিব
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment