ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যাকাণ্ডে প্রেসক্লাব ফাউন্ডেশনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

Wednesday, December 25, 2013

ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যাকাণ্ডে প্রেসক্লাব ফাউন্ডেশনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ


altবাংলাদেশে ফটো সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ আফতাব আহমেদের হত্যাকাণ্ডে প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেট তীব্র নিন্দা ও ক্ষোভ এবং একই সাথে গভীর শোক প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের সভাপতি বাংলা নিউজ আপডেট সম্পাদক আল-আজাদ ও সাধারণ সম্পাদক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ এক বিবৃতিতে বলেন, আফতাব আহমেদের এমন মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায়না।

তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ আফতাব আহমেদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিওজেএ : বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদের খুন হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ফটো সাংবাদিকতায় আফতার আহমেদ এক অনন্য নাম। তিনি ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারিও ছিলেন। তার কোন শত্রু ছিল না। তিনি ছিলে একজন অমায়িক মানুষ। কখনো রাগ করতেন না। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ আবদান রেখেছেন।

আফতাব আহমেদ মঙ্গলবার দিনগত রাতে ঢাকায় নিজের বাসায় খুন হয়েছেন। এর প্রকৃত কারণ জানা যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License