পর্যবেক্ষক পাঠাবে না রাশিয়া

Thursday, December 26, 2013

মানবজমিন: ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথের পর এবার রাশিয়াও দশম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলাইভ। রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, রাশিয়া পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে বলেছে, ১১ই জানুয়ারি পর্যন্ত বড়দিনের ছুটি থাকায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সম্ভব হবে না। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথও পৃথক বিবৃতে নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিকে দেশীয় পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপও চলমান পরিস্থিতির কারণে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে না বলে জানিয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License