আমাদের সিলেট ডটকম:
দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সেনা মোতায়েনের অংশ হিসেবে সিলেট জেলায় ৬ শতাধিক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
সিলেটের যে সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সে সব উপজেলায় গত রাতেই অবস্থান গ্রহণ করেছেন সেনা সদস্যরা। এছাড়া, সিলেট মহানগরীতেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানিয়েছেন, গত রাত থেকে সিলেট জেলায় সদরে ১শ’ ৫০ জন সেনা সদস্য মোতায়েন রাখা হয়েছে। এরা মূলত: নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার পাশাপাশি, আইন শৃঙ্খলা রক্ষায়ও কাজ করবেন।
এছাড়া, সিলেটের যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে, সে সব নির্বাচন এলাকাভুক্ত প্রতিটি উপজেলায় ৬০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গত বুধবার রাতেই সেনা বাহিনীর টিমগুলো উপজেলা সদরগুলোতে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সিলেটের যে ৮ উপজেলায় ৬০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো- বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট,জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ।
এদিকে, আন্ত-বাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শানি-পূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের প্রেক্ষিতে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৬ ডিসেম্বর ২০১৩ হতে ৯ জানুয়ারি ২০১৪ তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে জেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করবে এবং পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করত: উপজেলা, থানা এবং মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট (Nodal Point) সমূহে দায়িত্ব পালন করবে।
দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে গুরুত্বপূর্ণ সড়ক/মহাসড়কসমূহে নিরাপদ যান চলাচল এবং স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনী নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।
দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে কেন্দ্রীয় সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। উক্ত সেল হতে আন্ত-বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে নিয়মিতভাবে সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হবে।
এদিকে, অন্য আরেকটি সূত্র জানা গেছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক,মহাসড়কে নিরাপদ যান চলাচল ও স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করবে।
প্রধান বিরোধী দল বিএনপির প্রতিহতের ঘোষণার মধ্যেই আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।
তবে বিরোধীদলের বর্জনের কারণে ইতোমধ্যে ১৫৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে ৫ জানুয়ারি ভোট হবে বাকি ১৪৬টি আসনে।
সূত্র জানায়, সিলেট নগরীর পাশাপাশি সিলেটের যে সব এলাকায় নির্বাচন হবে-সে সব এলাকায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বুধবার রাত ১২টার পর থেকেই সেনা সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্যদের টহল লক্ষ্য করা গেছে।
উপজেলা সদরগুলোতে পৌছেছে সেনা টিম নির্বাচন উপলক্ষে সিলেটে ৬ শতাধিক সেনা সদস্য মোতায়েন
Thursday, December 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment