মানবজমিন দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথ। রোববার কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা এক চিঠিতে নির্বাচন কমিশনকে একথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক জানান, কমনওয়েলথ পর্যবেক্ষণে আসবে না জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও পরিবেশ না থাকায় তারা ৫ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন না বলে ওই চিঠিতে বলা হয়েছে। এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছিল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment