দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বিরোধীদল : মুহিত
বাসস : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অব্যাহত শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিরোধীদল পরিকল্পিতভাবে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি কোনভাবেই দেশ ও জনগণের মঙ্গল চান না। কেবল ক্ষমতাই চান।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে সিলেট সদর উপজেলার সাহেব বাজার স্কুল এন্ড কলেজ মাঠে দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান না। তিনি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বিজয়ের মাসকে কলুষিত করেছেন।
তিনি বলেন, বিএনপি-জামাত অবৈধ ও অসাংবিধানিক উপায়ে জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ সকল অপতৎপরতার বিরুদ্ধে শান্তিকামী জনগণকে সর্বত্র দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা জালাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ।
No comments:
Post a Comment