মিফতা তালুকদার (সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে থেকে ):
পৌষের শীতকে উপেক্ষা করে সিলেটের ক্রিকেট প্রেমীরা সকাল থেকেই সারিবদ্ধ ভাবে এসে হাজির হতে থাকে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে । দেশের দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান এর খেলা দেখার প্রত্যাশায় হাজির হচ্ছে স্টেডিয়ামে।আম্বার বিজয় দিবস টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে চির-প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়েছে।টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব আবাহনী লিমিটেডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় । দিনের প্রথম ওভারের ৩য় বলেই মোহামেডান কাপ্তান মাশরাফি বিন মুর্তজা মেহেদি মারুফকে শূন্য রানে সাঝ ঘরে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন।তার পরের অভারেই দেলোয়ার সাব্বির আফতাব আহমেদ ৪রানে সাঝ ঘরে ফেরান। ৯.৩ ওভারে সাজেদুল ইসলামের বলে সৌম্য সরকার ৩৩(২১) রানে সাজ ঘরে ফিরেন।শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪অভার ৩ বলে আবাহনীর সংগ্রহ ১২২/৪।ক্রিজে আছেন টাইগার কাপ্তান মুশফিক ৪২ ও মাহমুদুল্লাহ ৩ রানে ।
দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আবাহনী ও মোহামেডান
Monday, December 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment