বিশ্বনাথে গাড়ি ভাংচুর : বিএনপি-জামাতের ৬২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৮ দলীয় জোটের পঞ্চম দফা অবরোধের শেষদিন গাড়ি ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি দেয়া হয়েছে।
এসআই শামিম আখঞ্জি বাদি হয়ে ঘটনার দিন মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। (মামলা নং ১৭)।
মামলায় নাম উল্লেখ করা অন্য ১১ জন আসামি হলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খাজান্সি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি এইচএম আক্তার ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল, প্রচার সম্পাদক বশির আহমদ, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, ছাত্রদল নেতা শাহজাহান, রাসেল আহমদ, সেলিম আহমদ ও রাহেল আহমদ।
গাড়ি ভাংচুরের ঘটনা ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, মামলা নেয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
পুর্ববর্তী খবর পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন।
No comments:
Post a Comment