আমাদের সিলেট ডটকম:
কাদের মোল্লার ফাঁসির রায় কর্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহনের প্রতিবাদে সুনামগঞ্জে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস-বায়ন মঞ্চ ও জেলা আওয়ামী লীগ।
গত সোমবার বেলা ১১ টায় স’ানীয় মুক্তিযোদ্ধা সংসদের সমন থেকে জয় বাংলা স্লোগান নিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক পয়েন্টে এসে পাকিস-ানের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদ(ইনু)’র সভাপতি আতম সালেহ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ মোবারক মোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
এর পর পাকিস্তানের সঙ্গে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমের প্রাধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।
দুপুর ১২ টায় একই দাবিতে জেলা আওয়ামী লীগের রমিজ বিপনিস’ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্দু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, সিরাজুর রহমান সিরাজ,জুনেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমা দাস, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর, যুগ্ম সম্পাদক রঞ্জিত চৌধুরী রাজন প্রমুখ।
সুনামগঞ্জে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment