আমাদের সিলেট ডটকম:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সরকার জনগনের অধিকার হরন করে অবৈধ পন্থায় নিল নকশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা করেছে তার নস্যাৎ করে দিতে হবে। ছাতকে শানি-পূর্ন গণতান্ত্রিক আন্দোলনের সময় বিএনপির কার্যালয় ভাংচুর, নেতাকর্মীদের উপর হামলা দুঃখজনক। বিএনপির একজনকর্মী হিসেবে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্যই পরিকল্পিত এ হামলা ঘটানো হয়েছে। কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে আপনাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আপনাদের দোয়া ও ভালবাসায় সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমি আবার আপনাদের মাঝেই ফিরে আসবো।
মঙ্গলবার বিকেলে দোয়ারার লক্ষিপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারে আয়োজিত বিএনপি জনসভায় মোবাইল ফোনে তিনি এসব বক্তব্য রাখেন।
লক্ষীপুর ইউনিয়ন ১৮দলীয়জোটের আহবায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, ইউনিয়ন ১৮ দলের সদস্য সচিব হাফেজ আব্দুস ছাত্তার। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা ডা. ফজলুল হক, ডা. আরবের রহমান খোকন, কৃষকদল নেতা আবুল হোসেন, যুবদল নেতা শাহ আলম, আব্দুল ওয়াদুদ, সাইদুল হক, নাসির উদ্দিন, আজিজুর রহমান, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, মির্জা আজিজ, আব্দুল মোতালেব, ছাদিকুর রহমান খোকন, তাজ উদ্দিন প্রমুখ।
সরকারের অবৈধ পন্থায় ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা নস্যাৎ করে দিতে হবে -কলিম উদ্দিন মিলন
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment