আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জে সুরমা নদীতে বালু-পাথরের নৌকায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আদু মিয়ার ছেলে জনি আহমদ(১৮), ইব্রাহিমপুরের নূরুল ইমলামের ছেলে শাওন আহমদ(১৮) এবং পৌর এলাকার উত্তর আরপিন নগরের আফাজ উদ্দিনের ছেলে সুবেল মিয়া(১৮), রেজাউল হকের চেলে আমির হামজা (১৯) ও বাদশা মিয়ার ছেলে আলম মিয়া(২৫)।
সোমবার সকালে বালু-পাথরবাহী নৌকা থেকে চাঁদা উত্তোলনকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায় তারা সুরমা নদীতে চলাচলকারি বালু ও পাথর বোঝাই নৌকায় চাঁদাবাজি করে আসছিল। সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় ।
অপরদিকে নজরুল ইসলাম (৩৮) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুল সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব তেঘরিয়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশ জানায়Ñ নজরুল সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলার গ্রেফতারি পরোয়ানার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment