আমাদের সিলেট ডটকম:
দেশে ব্যাপক সহিংসতা তথা হরতাল-অবরোধ, ককটেল বিষ্ফুরণ, নির্বিচারে গুলি, হত্যা সহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেটের ১৩ টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ইসলামী সাংস্কৃতিক ঐক্যপরিষদ সিলেট‘র উদ্যোগে শুক্রবার জুম’আর নামাজের পর কোর্টপয়েন্ট থেকে সাদা পতাকা হাতে ‘শানি-র পক্ষে পদ যাত্রা’ এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সভায় মিলিত হয়। এতে সভাপত্বি করেন, পরিষদের সভাপতি আহমদ মাহফুজ আদনান। সেক্রেটারী বাহাউদ্দীন বাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রওনক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মুখলিসুর রহমান, মুহাম্মদ রুহুল আমীন নগরী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম, খালেদ আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, তাহের আব্দুল্লাহ, কাওসার আহমদ, হাফিজ যাকারিয়া, মাওলানা আব্দুল মালিক, মাহদি হাসান মিনহাজ, আনোয়ারুল করিম মুস-াজাব, আবুবকর প্রমুখ। দেশের শানি-কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
সিলেটে সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে শান্তির পক্ষে পদযাত্রা
Friday, December 27, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment