আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন, শহীদ করে, জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন করে ইসলামী আন্দোলনকে অতীতেও স-ব্ধ করা যায়নি, আর কোনদিন যাবেওনা। ইসলামবিদ্বেষী বাতিল শক্তির সকল রক্তচক্ষু উপেক্ষা করে বাতিলের পর্বতসম বাধা-প্রতিবন্ধকতা মাড়িয়ে ইসলামী আন্দোলন সামনের দিকে এগিয়ে যাবে বিজয়ের দিকে। শহীদ আব্দুল মুনিম বেলাল রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন কালজয়ী আদর্শ ইসলামকে বিজয়ী করতে হলে জীবন দিয়ে রক্ত দিয়ে কাঙ্ক্ষিত মনজিলের দিকে পৌঁছতে হয়। শহীদদের রক্তের বিনিময়েই সকল বাতিল শক্তির ধ্বংসের মাধ্যমে এদেশে ইসলামী বিপ্লব সাধিত হবে।
তিনি বুধবার শহীদ আব্দুল মুনিম বেলালের ১৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ আব্দুল মুনিম বেলালের পিতা বলেন, আমার ছেলে বেলাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ বিরোধী আন্দোলনে রক্ত দিয়ে প্রমাণ করেছেন কোন নাস্তিক মুরতাদের স্থান শাহজালালের পুণ্যভূমি সিলেটে হবে না। তিনি আরো বলেন, শাহজালালের চেতনায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষী কোন তৎপরতা বরদাশত করা হবে না।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারী এহসানুল করিম বলেন, যে ক্যাম্পাসের জন্য শহীদ আব্দুল মুনিম বেলাল রক্ত দিয়েছেন সেই ক্যাম্পাসকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করার মাধ্যমেই বেলাল ভাইয়ের রক্তের বদলা নেওয়া হবে।
নগর সেক্রেটারী আব্দুর রজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপসি’ত ছিলেন মহানগরী প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক জোবায়ের আহমদ, মাদ্রাসা ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, এমসি বিশ্ববিদ্যালয় সভাপতি নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা পশ্চিম সভাপতি হাফেজ বদরুল হাসান চৌধুরী প্রমুখ।
আব্দুল মুনিম বেলালের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
Wednesday, December 25, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment