একাত্তরের শোচনীয় পরাজয়েও পাকিস্তানের শিক্ষা হয়নি তাই নতুন করে শিক্ষা দিতে হবে
নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা ঘোষণা করেছেন, একাত্তরে বাংলাদেশে শোচনীয় পরাজয় বরণ করেও পাকিস্তানিদের শিক্ষা হয়নি। তাই নতুন করে পশ্চিমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে বুধবার ২৫ ডিসেম্বর সিলেট মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সিলেট জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের মানববন্ধনে মুক্তিযোদ্ধারা এ ঘোষণা দেন।
তারা বলেন, পাকিস্তানিদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশকে পাকিস্তান বানাতে সক্রিয় রয়েছে। দেশবাসীকে তাই সতর্ক থাকতে হবে। প্রতিহত করতে হবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র। প্রমাণ করতে হবে, বাঙালিরা কোন চক্রান্তের কাছে মাথা নত করে না।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহবায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল, যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, সদস্য আকরাম আলী, সিরাজুল ইসলাম, সুরোজ আলী, নির্মলেন্দু পাল, আব্দুস শহিদ খান, সাঈদুর রহমান, আব্দুল হক, আব্দুল মুতলিব, আবুল হোসেন, এরশাদ আলী, আব্দুল হক, কুটি মিয়া, সমশের আলী, আলখাছ মিয়া, মনতাজ আলী, নাজিম উদ্দিন প্রমুখ।
No comments:
Post a Comment