পুড়িয়ে হত্যা জ্বালাও পোড়াও রেললাইন উপড়ে ফেলা ও বৃক্ষ নিধনের বিরুদ্ধে সোচ্চার হোন
নিজস্ব প্রতিবেদক : নবগঠিত মুক্তিমঞ্চ সিলেট রাজনীতির নামে সারাদেশে সহিংসতা, পুড়িয়ে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও, রেললাইন উপড়ে ফেলা ও নির্বিচারে বৃক্ষ নিধনের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
মুক্তিমঞ্চ সিলেট গঠন উপলক্ষে শনিবার ২২ ডিসেম্বর রাতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের উপস্থিতিতে সিলেট মহানগরীর কাজী ইলিয়াসে অনুষ্ঠিত এক সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন এবং যুদ্ধাপরাধীদের সাজা স্বল্পতম সময়ের মধ্যে কার্যকর করারও দাবি জানানো হয়।
একই সভায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান পার্লামেন্টে শোকপ্রস্তাব গ্রহণ এবং পাকিস্তানি কিছু মন্ত্র্রী ও রাজনীতিবিদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা করে এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাংলাদেশ সরকারে কাছে দাবি জানানো হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনিন হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল-আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামাত-শিবির ও তাদের সহযোগীদের সহিংস কর্মকাণ্ড ও দেশ ধংসের ষড়যন্ত্র কোনভাবেই মেনে নেয়া যায় না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের সভাপতি কবি এ. কে শেরাম, লেখক ও গবেষক মিহিরকান্তি চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, অধ্যাপক আব্দুল খালিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, কবি এনায়েত হাসান মানিক, অধ্যাপক মো. আব্দুল জলিল প্রমুখ।
No comments:
Post a Comment