দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু ॥ আটক ৪৯ জন ॥ অবরোধে মাঠে নেই ১৮ দল
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। প্রথমদিনেই সাঁড়াশি অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করেছে ৪৯ জনকে। এর মধ্যে ১৫ জন চিহ্নিত সন্ত্রাসী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী যৌথ বাহিনীর অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পঞ্চম দফা অবরোধের ২য় দিনে দিনাজপুরে ১৮ দলের নেতাকর্মীদের কোন তৎপরতা দেখা যায়নি।
যৌথ বাহিনী অভিযান শুরু করায় ১৮ দলের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এর পরও মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ভোরে দোলনচাঁপা ও সকালে কাঞ্চন এক্সপ্রেস দিনাজপুর থেকে ছেড়ে যায়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment