আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনা বাহিনী। আসন্ন ১০ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েন করা না হলেও নগরীর স্থানে স্থানে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। আজ দুপুরে নগরীর হুমায়ুন রশিদ চত্বর ও টুকেরবাজার এলাকায় সেনাবাহিনীর দুটি দলকে অবস্থান নিতে দেখা যায়। তবে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোন কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের কথা ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে, গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের টহল ও অবস্থান নেয়ার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আইএসপিআর-এর পক্ষ থেকেও বলা হয়েছে, সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী তাদের নিজস্ব কর্মকান্ড পরিচালনা করছে।
সূত্র জানায়, শীতকালীন মহড়ার কথা বলা হলেও মূলত: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আগাম প্রস্তুতি হিসেবেই সেনা সদস্যরা রাজপথে নেমেছেন। এ লক্ষ্যে সিলেটেও তাদের তৎপরতা শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় দেশের অন্যান্য স্থানের ন্যায় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের পাশপাশি সেনাবাহিনীও কাজ করবে।
সিলেটের রাজপথে সেনাবাহিনীর টহল
Sunday, December 22, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment