সিলেট প্রেসক্লাব নির্বাচন আজ ভোটার ১শ’ ২, প্রার্থী ৩০

Friday, December 27, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ। নির্বাচনে ১১টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন- ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রেসক্লাবের ১শ’ ২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে সকাল ১০টা থেকে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবির ও মুহাম্মদ ফয়জুর রহমান। সহ-সভাপতির ২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-মোহাম্মদ বদরুদ্দোজা বদর, আজিজুল হক মানিক, এম সিরাজুল ইসলাম, কামকামুর রাজ্জাক রুনু ও সৈয়দ সুজাত আলী। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ মো. রেনু, আবদুল কাদের তাপাদার ও মো. আফতাব উদ্দিন এই চার প্রার্থী লড়ছেন। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হচ্ছেন ইকবাল মাহমুদ, এম এ মতিন, মো. ফয়ছল আলম ও শাহাব উদ্দিন শিহাব। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল বাতিন ফয়সল, কবীর আহমদ সোহেল, খালেদ আহমদ ও মঈনুল হক বুলবুল। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আহবাব মোস-ফা খান ও মঞ্জুর আহমদ-এই দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে -মো. আব্দুল মুকিত (অপি) ও ইয়াহইয়া ফজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্যের তিনটি পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন-নূর আহমদ, কামাল উদ্দিন আহমেদ, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন,মো. মুহিবুর রহমান, শামসুল ইসলাম শামীম ও শেখ আশরাফুল আলম নাসির।

প্রেসক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন এবং সদস্য হিসেবে এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট একেএম শমিউল আলম দায়িত্ব পালন করবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License