সব বাধা উপেক্ষা করে অভিযাত্রা সফলের আহ্বান খালেদার

Friday, December 27, 2013

সরকারের সকল বাধা উপেক্ষা করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকালে এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। ভিডিওবার্তায় খালেদা জিয়া বলেন, মার্চ ফর ডেমোক্রেসি ভণ্ডুল করতে সরকার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে সকল বাধা উপেক্ষা করে মার্চ ফর ডেমোক্রেসি সফল করার আহ্বান জানান তিনি। এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিরোধী নেতা।

ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেছেন, “আমি যদি উপস্থিত হতে নাও পারি তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন।”

এর আগে শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় রোববার নয়াপল্টনে ১৮ দলকে গণজমায়েতের অনুমতি দেয়া হবে না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License