আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শাহ জিনিয়া ইসলাম বৃষ্টির লাশ ৪৭ দিন আজ বৃহস্পতিবার দুপুরে উত্তোলন করা হয়েছে। এ সময় হবিগঞ্জ জুডিসিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, পুলিশ, বৃষ্টির মা বাবা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মামলার বাদি বৃষ্টির মা হাজেরা খাতুন সাংবাদিকদের জানান, গত ৯ নভেম্বর আছিবুল ইসলাম শান্ত নামে এক বখাটে যুবক বৃষ্টিকে একা ঘরে পেয়ে জোরপূর্বক ধষর্নের পর গলাটিপে হত্যা করে। এ সময় জলফু মিয়া ওরপে শানু শাহ, ফেরদৌস মিয়া, শাহীন আক্তার, রিনা বেগম, ফাতেমা হাবিবা নাছরিন ও তাছলিমা বেগম সহ গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা জোর করে তাদের অমতে বৃষ্টিকে ইটাখোলা কবরস্থানে তড়িঘড়ি করে দাফন করে। এ ঘটনায় তারা মামলা করলে আসামীরা উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হত্যার ভয় দেখিয়ে বাড়ি ছাড়ার হুমকি দেয়।
স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আলমগীরের মধ্যস্ততায় তারা বাড়িতে আসলেও মামলা প্রত্যাহারের জন্য আসামীদের অব্যাহত হুমকিতে তারা এখন জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছে। বৃষ্টির গৃহশিক্ষক জাবেদ হোসেন বলেন, বৃষ্টি একজন ধার্মিক মেয়ে ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত।
ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর আহম্মেদ বলেন, লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে নির্দেশ অনুযায়ী হবিগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে এবং আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
মৃত্যুর ৪৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন মাধবপুরে স্কুল ছাত্রীকে ধষর্নের পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
Thursday, December 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment