১৮ কোটি টাকার চিনি অবিক্রিত থাকা অবস্থায়ই রংপুর সুগার মিলে আখ মাড়াই শুরু
গাইবান্ধা প্রতিনিধি : গত বছরের ১৮ কোটি টাকা মূল্যের ৩ হাজার ২শ ৬৫ মেট্রিকটন চিনি অবিক্রিত থাকা অবস্থাতেই গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিলে ২০১৩-১৪ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত এই মিলে শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে এ মৌসুমের আখ মাড়াই শুরু করা হয়।
এ উপলক্ষে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মিলের সকল কর্মকর্তা, এলাকার আখ চাষি, কর্মরত সব শ্রমিক-কর্মচারী ও এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।
পরে ডোংগায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
চলতি মৌসুমে ৫২ দিনে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে প্রায় ৪ হাজার ৫শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরপর দুবার ৬ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর রংপুর সুগার মিলে ২০১৩-২০১৪ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন করার কথা থাকলেও দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বারবার তারিখ পরিবর্তন করতে হয়।
No comments:
Post a Comment