১৮ কোটি টাকার চিনি অবিক্রিত থাকা অবস্থায়ই রংপুর সুগার মিলে আখ মাড়াই শুরু

Saturday, December 28, 2013

১৮ কোটি টাকার চিনি অবিক্রিত থাকা অবস্থায়ই রংপুর সুগার মিলে আখ মাড়াই শুরু


গাইবান্ধা প্রতিনিধি : গত বছরের ১৮ কোটি টাকা মূল্যের ৩ হাজার ২শ ৬৫ মেট্রিকটন চিনি অবিক্রিত থাকা অবস্থাতেই গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিলে ২০১৩-১৪ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত এই মিলে শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে এ মৌসুমের আখ মাড়াই শুরু করা হয়।

এ উপলক্ষে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মিলের সকল কর্মকর্তা, এলাকার আখ চাষি, কর্মরত সব শ্রমিক-কর্মচারী ও এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

পরে ডোংগায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

চলতি মৌসুমে ৫২ দিনে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে প্রায় ৪ হাজার ৫শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরপর দুবার ৬ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর রংপুর সুগার মিলে ২০১৩-২০১৪ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন করার কথা থাকলেও দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বারবার তারিখ পরিবর্তন করতে হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License