নতুন বার্তা,ঢাকা: মার্চ ফর ডেমোক্রেসিতে থাকবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের উপস্থিতির বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন, দলটির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজউদ্দিন আহম্মেদ।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন বলেন, “যেকোনো মূল্যে অভিযাত্রা সফল করা হবে।দলীয় চেয়ারপারসন এতে সময়মত উপস্থিত থাকবেন।”
চেয়ারপারসন অভিযাত্রায় কখন অংশ নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, “রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযাত্রা কর্মসূচি শুরু হবে। এতে খালেদা জিয়া সময়মত হাজির হবেন।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আছাদুল করিম শাহিন, শামীমুর রহমান শামীম।
No comments:
Post a Comment