বানিয়াচংয়ে সংসদ সদস্যের উদ্যোগে নিরসন হলো জনাব আলী কলেজ ছাত্রলীগের কোন্দল
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতিকে জরিমানাসহ শাখা কমিটি বিলুপ্ত করে সংগঠনের কোন্দল মিটানো হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার রাতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান জনাব আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
এছাড়া বৈঠকে সাংসদ বিলুপ্ত হওয়া জনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তোফাকে ৩১ হাজার টাকা জরিমানা করে তার পিতা আওয়ামী লীগ নেতা আলী রহমানকে জরিমানা পরিশোধের নির্দেশ দেন।
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কয়েক মাস পূর্বে ক্যাম্পাসে জনাব আলী ডিগি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তোফার গ্রুপের নেতাকর্মী ও সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তোফা গ্রুপের সোহাগ, ইন্দ্রজিৎ ও ইমদাদসহ কয়েকজন মিলে রিপন গ্রুপের আবিদকে বেধড়ক মারপিট করে। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জে তোফাকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরবর্তী সময়ে ৫/৬ নং গরুর বাজারে রিপন গ্রুপের মারুফকে পেয়ে তোফার নেতৃত্বে মারপিট করে গুরুতর আহত করা হয়। এ সময় বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নেপাল ভ্রমণে থাকা অবস্থায় দেশে ফিরে এসে ঘটনা আপোসে নিষ্পত্তি করবেন বলে দুগ্রুপকে শান্ত থাকার নির্দেশ দেন; কিন্তু তিনি দেশে ফিরে এ ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ায় আহত মারুফ প্রতিপক্ষের তোফাকে প্রধান আসামি করে আদালতে হত্যাচেষ্টার মামলা দায়ের করে।
তবে শেষপর্যন্ত এলাকার সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান কোন্দল নিরসনের উদ্যোগ নিয়ে মামলা প্রত্যাহার করান এবং সালিশ বৈঠকের আয়োজন করেন।
No comments:
Post a Comment