জহুরুলের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পেল মোহামেডান

Sunday, December 22, 2013

মিফতাহ তালুকদার,আমাদের সিলেট ডটকম: বিজয় দিবস টি টুয়েন্টির শুরুটা ভালই করলো মোহামেডান। ওপেনার জহুরুলের ঝড়ো গতির ব্যাটিংয়ে তারা ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

১২৭ রানের সহজ জয়কে তাড়া করতে নেমে এক ওভার বাকী থাকতেই ৫ উইকের হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে মোহামেডান। ৫২ বল খেলে ৮টি বাউন্ডারী ও একটি চমৎকার ছক্কার সাহায্যে ৬৫ রানের ইনিংস একাই খেলেন ওপেনার জহুরুল।

সহযোগী অন্যরা খুব একটা সুবিধা করতে না পারলেও জহুরুলের সতীর্থ নুরুল হাসান ২২ রান যোগ করে ছিলেন অপরাজিত। প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তাইজুল ইসলাম পান দুটি উইকেট।

ম্যাচের প্রথম ইনিংসে টস হারা প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করে। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১২৬ রান। তবে, প্রাইম ব্যাংকের অধিনায়ক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা উপভোগ করতে কুয়াশা উপেক্ষা করে সন্ধ্যায় ব্যাপক দর্শক উপস্থিত থাকলেও হতাশ হতে হয় তাদের। প্রথম দিন মাঠেই নামেননি সাকিব। প্রাইম ব্যাংকের পক্ষে ওপেনার আনামুল হক করেন সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া সৈকত আলী ২৫ ও মেহেদী হাসান ২৪ রানে অপরাজিত থাকেন।

বল হাতে মোহামেডানের পক্ষে ইলিয়াস সানী ২৬ রানে একাই তিনটি উইকেট শিকার করেন। এছাড়া আলাউদ্দিন বাবু দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১২৬/৭, ( আনামুল হক ৩৫)।

ঢাকা মোহামেডান: ১৯ ওভারে ১৩০/৫, (জহুরুল ইসলাম ৬৫*)।

মোহামেডান ৫ উইকেটে জয়ী।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License