আমাদের সিলেট ডটকম:
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধন করে প্রতিষ্ঠানকে দুর্বল ও ক্ষমতাহীন করার প্রতিবাদে সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সনাক সদস্য ছাড়াও সনাকের অনুপ্রেরণায় তরুণদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের সভাপতি নূরুর রব চৌধুরী, প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কানি- দে, সনাক সদস্য এনামুল হক চৌধুরী, নির্মল ভট্টাচার্য, মালেকা বেগম, এডভোকেট আইনুল ইসলাম বাবলু, এডভোকেট খলিল রহমান, ইয়েস সদস্য মো. আকিক মিয়া ও সামির পল্লব প্রমুখ।
বক্তারা বলেন, দুদক আইনের দুটি ধারা সংশোধনীর মাধ্যমে এই প্রতিষ্ঠানকে ক্ষমতাহীন করা হয়েছে। দুদক এখন এতই দুর্বল প্রতিষ্ঠানে পরিনত হয়েছে যে, সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে আগে অনুমতি নিতে হবে। এতে করে জনপ্রশাসনে দুর্নীতি আরও বাড়বে।
দুদক আইন সংশোধনের প্রতিবাদে সুনামগঞ্জে সনাকের মানববন্ধন
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment