আমাদের সিলেট ডটকম:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যেকে স্বাগত জানিয়ে ও বাকশাল মুক্ত বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্র পূনরুদ্ধার করতে ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র অভিযাত্রা’ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির জরুরী সভা বুধবার বিকাল ৪ঘটিকার সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালীয়াস’ বাস ভবনে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক‘র সভাপতিত্বে আয়োজিত জরুরী সভায় উপসি’ত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফ্ফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলা বিএনপির সাংঘঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক।
জরুরী সভায় বক্তারা বাংলাদেশকে স্বৈরাচার ও বাকশালী আওয়ামী মুক্ত এবং গণতন্ত্র পূনরুদ্ধার করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা যে সাহসী ভূমিকা নিয়ে ঢাকা উদ্দেশ্য যে ‘গণতন্ত্র অভিযাত্রা’র ঘোষণা দিয়েছেন সে জন্য সিলেটবাসীর পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উক্ত কর্মসূচি সফল করতে সিলেট মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড এবং জেলা বিএনপির থানা, পৌর, ও উপজেলা বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীসহ সিলেটের সর্বস’রের মানুষে গণতন্ত্র রক্ষার আন্দোলন সফল করতে আহবান জানান।
জেলা ও মহানগর বিএনপির জরুরী সভা – ‘দেশকে বাকশাল মুক্ত এবং গণতন্ত্র পূনরুদ্ধার করতে ঢাকার‘গণতন্ত্র অভিযাত্রা’ সফল করুন’
Wednesday, December 25, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment