মানবজমিন: বিরোধী জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে টানটান উত্তেজনা সারা দেশে। সরকারের অলিখিত নির্দেশে সারাদেশ থেকে রাজধানীমুখি যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মহাসড়কে স্থানে স্থানে কড়া পাহারা বসানো হয়েছে। উপর্যুপরি তল্লাশির জাল অতিক্রম করে রাজধানীতে আসছে বিএনপি-জামায়াতসহ ১৮ দলের নেতাকর্মীরা। রাজধানীতে সকাল থেকে চলছে না গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতরাতে রাজধানীর বিভিন্ন থানা পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে। স্কুল-কলেজের আবাসিক হোস্টেল, মেসে অভিযান চালানো হয়েছে। রাজধানী থেকেই গ্রেপ্তার করা হয়েছে শতাধিক লোক। আদাবর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, বিরোধী দলের কর্মসূচিকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় জিজ্ঞাসাবাদের জন্য কিছু লোককে আটক করা হয়েছে। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় ব্যাপক তল্লাশি ও আটকাভিযান চালানো হয়। সিলেট, বগুড়া, রাজশাহী ও কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল, সিলেট, চাঁদপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, ময়মনসিংহ, সাভার, মেহেরপুর, মনিকগঞ্জ থেকে ঢাকায় আসার সকল বাসের যাত্রা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে বিরোধী দলের কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসতে পারছে না মানুষ। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন সারাদেশের যোগাযোগ। বরিশাল, ভোলা ও পটুয়াখালি থেকে সকল লঞ্চের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মধ্যেও ঢাকায় আসছে মানুষ। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক এরই মধ্যে রাজধানীতে এসে পড়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment