‘৬০০ কোটি টাকার মালিক হতে পারতাম’

Monday, December 23, 2013

মানবজমিন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ক্ষমতা ব্যবহার করলে শুধু ছয় কোটি নয় ৬০০ কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু একটি পত্রিকা রাজনৈতিক নেতাদের চরিত্র হরণের জন্য একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা চাইছে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে। তিনি বলেন, ১/১১-এর সময় বেশ কিছু স্বার্থান্বেষী গণমাধ্যম তাদের স্বার্থ সিদ্ধির জন্য তৃতীয় শক্তির উত্থানের ব্যাপারে উস্কানি দিয়ে সংবাদ ও নিবন্ধ প্রকাশ করেছিলেন, ঠিক একই ধারা অব্যাহত রেখে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-এর মিথ্যা সংবাদ পরিবেশন করে হচ্ছে। সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু জামায়াত নয়, বিএনপিও পাকিস্তানের অর্থায়নে পরিচালিত হচ্ছে। দেশে এখন দু’ধরনের রাজনীতি চলছে-একটি সাংবিধানিক ও ন্যায় বিচারের পক্ষে এবং অন্যটি জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পক্ষে সাংবিধানিক ও উন্নয়নের রাজনীতি করছে, আর বিএনপি-জামায়াত জঙ্গিবাদ, মানুষ হত্যার রাজনীতিতে লিপ্ত রয়েছে। বিরোধী নেতাকে পাকিস্তানের এজেন্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কাদের মোল্লার বিচার কার্যকর হওয়ায় বাংলাদেশের সকল মানুষ খুশি ও স্বস্তি বোধ করলেও পাকিস্তান পার্লামেন্টে এ রায়ের বিপক্ষে তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশের সাধারণ জনগণ পাকিস্তানের এ ধরনের মতামতের তীব্র নিন্দা জ্ঞাপন করলেও বিএনপি তাদের প্রভুদের সন্তুষ্টির জন্য নিশ্চুপ ছিল। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License