আমাদের সিলেট ডটকম:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে যোগ দিতে সিলেটের ১৮ দলের নেতাকর্মীরা ঢাকায় পৌছেছেন।
এদিকে, প্রশাসন ও পরিবহণ সেক্টরের কেন্দ্রীয় নেতাদের পদক্ষেপের কারণে সিলেটের সাথে সারা দেশের বাস ও ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বিরোধী দলের এই কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গত রাতেই সিলেট মহানগরীসহ জেলায় মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সিলেট জেলা ও মহানগর বিএনপি ও জামায়াতের কয়েক হাজার নেতা কর্মী ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেন। সিলেট মহানগর ১৮ দলের আহবায়ক ও মহানগর বিএনপি সভাপতি এমএ হক জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বাধা আসতে পারে এই আশঙ্কায় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ ব্যবস্থাপনায় ঢাকায় যাবার নির্দেশ দেয়া হয়েছিল। সে অনুযায়ী গত বৃহস্পতিবার থেকেই তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এছাড়া, অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে গাড়ী ভাড়া করে ঢাকায় গেছেন ও যাচ্ছেন।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও মহানগর ১৮ দলের সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুণ বলেন, জামায়াত ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় গেছেন। তারা নিজ নিজ ব্যবস্থাপনায় ঢাকায় অবস্থান করছেন ও আগামীকাল পল্টনের সমাবেশে যোগ দেবেন।
ঢাকায় অবস্থানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন, ঢাকায় যাওয়া ছাত্রদল নেতাকর্মীরা হোটেলে স্থান না পেয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা ও মেসে অবস্থান করছেন। আগামীকাল সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার নিয়ে তারা মিছিল সহকারে পল্টনের সমাবেশে যোগ দেবেন।
এদিকে, গতকাল থেকেই সিলেটের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ আছে। সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক শ্রমিক ফেডারেশনের কয়েক জন কেন্দ্রীয় নেতা সিলেট থেকে ঢাকা অভিমুখে কোন বাস না ছাড়ার নির্দেশ দিয়েছেন।ফলে,গতকাল শুক্রবার সকাল থেকেই সিলেট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে, বিচ্ছিন্ন ভাবে শুধুমাত্র মিতালী পরিবহণের কয়েকটি বাস শুক্রবার রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসগুলো নারায়নগঞ্জের ভুলতা এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়। আজ সকাল থেকে আর কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
এছাড়া, সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগও আজ সকাল থেকে বন্ধ হয়ে পড়েছে। সিলেট রেল স্টেশন কর্তৃপক্ষ দাবী করেছেন,টানা অবরোধের কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয়ায় আজ সিলেটে কোন ট্রেন আসেনি ও সিলেট রেল স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যেতে পারেনি। সিলেট রেল স্টেশন মাস্টার মুহিবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল বিকেল থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়ে আসবে।
বিরোধী দলের আগামীকালের রাজধানীর কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক ধড় পাকড় শুরু হয়েছে। গত রাতে সিলেট মহানগর ও জেলায় মোট ৩৫ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
সিলেট মহানগরীতে বিএনপি ও জামায়াতের মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কোতোয়ালী থানা পুলিশ ৭ জন, দৰিণ সুরমা থানা ৫ জন,শাহপরান থানা ২ জন ও বিমান বন্দর থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এছাড়া, সিলেট জেলার বিভিন্ন থানায় মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
নেতাকর্মীরা ঢাকায় পৌছেছেন, সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগও বন্ধ : গ্রেফতার ৩৫
Saturday, December 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment