আমাদের সিলেট ডটকম:
রাজধানীর বাংলা মোটরে পুলিশের একটি বাসে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার এসআই হারুনুর রশীদ বলেন, থেমে থাকা বাসে তিন পুলিশ সদস্য ছিলেন, এর মধ্যে একজন পুড়ে মারা গেছেন, আহত হয়েছেন অন্য দুজন।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, আগুনে পুলিশ কনস্টবল মো. ফেরদৌস (৩৫) নিহত হন।
আহত দুজনের মধ্যে একজন কনস্টেবল ফায়জুল ইসলাম (৪১) এবং কুসুমপুর পরিবহনের ওই গাড়ির চালক মো. বায়েজিদ (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, বাসটিতে আগুন জ্বলার সময় মোটর সাইকেলে করে দুজনকে সেখান থেকে দ্রুত চলে যেতে দেখেছেন তিনি।
সালাহউদ্দিন সোহাগ নামে এক প্রত্যক্ষদর্শী শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে আসছিলেন, তার সামনেই মারা যান পুলিশ সদস্য।
তিনি বলেন, “হঠাৎ কাচ ফাটার মতো শব্দ শুনতে পাই, তাকিয়ে দেখি বাসটি জ্বলছে। এই সময় দুজনকে একটি মোটর সাইকেলে চেপে দ্রুত শাহবাগের দিকে চলে যেতে দেখেছেন তিনি।
“আমি দ্রুত সেখানে যাই। গিয়ে দেখি, পুলিশের পোশাক পরা একজন পেছনের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আমি তাকে বের করে আনার চেষ্টা করি। কিন’ তার পা ভেতরে আটকে যায়।”
বেশ কসরত করে ওই পুলিশ সদস্যকে বের করে আনার পর সালাহউদ্দিনের সামনেই তার মৃত্যু হয়। বর্ণনা দেয়ার সময়ও ঘটনার আকস্মিকতায় কথা আটকে যাচ্ছিল এই যুবকের।
বাসে আগুন নেভানো হয়েছে। সোয়া ১২টার দিকে বাসটিকে রেকার দিয়ে টেনে সরানোও হয়েছে। সেখানে পুলিশ ও র্যাব সদস্যরা ছুটে গেছেন।
ঢাকায় বাসে আগুনে মারা গেলেন পুলিশ সদস্য
Tuesday, December 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment